হঠাৎ বিসিবির সাথে মাশরাফিদের যা নিয়ে বিরোধ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দলের ক্রিকেটাররা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পর বিরোধী অবস্থানে। ক্রিকেটাররা কিছুতেই মেনে নিতে পারছেন না বিষয়টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ত্রুটি কোথায় এখানে? ক্রিকেটের উন্নতির জন্য বিসিবির এই সিদ্ধান্ত নেয়ার কোনো বিকল্প নেই! কিন্তু মাশরাফিরা হাঁটছে ভিন্ন পথে।
তদবির, লোভিং কিছুই বাকি রাখেনি দলের ক্রিকেটাররা। এই রহস্যর মূল কারণটি আসলে কি? বিস্তারিত জানার আগে এক কথায় জেনে নিন বিষয়টি। আর সেটি হলো ‘টাকা’।
বছরের ১০ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিবিএলের। চারটি দল এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবারের ডিবিএলের জন্য। বিভিন্ন দলে খেলোয়াড় বাছাইয়ের জন্য প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির মাধ্যমে সাফল্য পায় বিসিবি।
ক্রিকেটের উন্নতির জন্য এই পদ্ধতির বিকল্প নেই। কিন্তু দলের ক্রিকেটাররা চান নিলাম পদ্ধতি। অন্য কোনো কারণ নেই, শুধু টাকাই এখানে ফ্যাক্টর। প্লেয়ার্স বাই চয়েজের মাধ্যমে বিসিবিই নির্ধারণ করে দেবে কোন ক্রিকেটারকে কত মূল্য দিয়ে দলে ভেড়াতে হবে।
যদিও এই ক্যাটাগরি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এর আগেই এই পদ্ধতি বাতিল করার জন্য যা যা করার দরকার সে চেষ্টা চালাচ্ছে মাশরাফিরা।
ঘটনার মূল এক কারণ হলো, নিলাম পদ্ধতিতে একজন ক্রিকেটারদের যে পরিমাণ টাকা দিতে হয় প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে সে পরিমান টাকা দিয়ে পুরো দলের অর্ধেক ক্রিকেটারকে দলে ভেড়ানো সম্ভব। মাশরাফিদের আপত্বিটা মূলতঃ এখানে।
৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর