দারুণ আনন্দে রাজকন্যার বাবা-মা
স্পোর্টস ডেস্ক: গেল বছরটা ছিল বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের বছর। বছরটিতে দু’হাত ভরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ক্রিকেটাররা। তবে বলতে হয় দলের অলরাউন্ডার সাকিব আর হাসান একটু বেশিই উচ্ছ্বাসিত। সাকিবের এই উচ্ছ্বাসের বেশ কয়েকটি কারণ রয়েছে। এক বছরটির শেষের দিকে তাদের ঘর আলো করে জন্ম নেন রাজকন্যা। দুই বছরটিতে নতুন করে ব্যাবসায়ে নামেন তিনি। আর বড় যে কারণটি হচ্ছে বছরটিতে তার দল একের পর এক ম্যাচ জয় পেয়েছে।
একটি ব্যস্ত সময় পার করার পর বিসিবির ছুটিতে বর্তমানে প্রিয়তমা স্ত্রী ও রাজকন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। দেড়মাসের রাজকন্যা ও পুরো পরিবার নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন সাকিব তা সুস্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোডকৃত তাদের হাস্যজ্জল ছবি দেখে।
প্রসঙ্গত, জাতীয় দলের সবাই বিসিবি ক্যাম্পে অবস্থান করলেও সাকিবের ছুটি ৯ তারিখ পর্যন্ত।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর