মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০১:২৩:৫১

বিসিএলে ৩ মারকুটে ক্রিকেটারকে নিয়ে চরম টানাটানি

বিসিএলে ৩ মারকুটে ক্রিকেটারকে নিয়ে চরম টানাটানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে টানাটানি। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বাড়ছে টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানের দূরত্বও। মূলত সমস্যাটা এক অঞ্চলের ক্রিকেটারদের আরেক অঞ্চলে খেলানো নিয়ে। শেষ আসরে মোসাদ্দেক হোসেন সৈতক (ময়মনসিং), সাদমান ইসলাম অনিক (ঢাকা) ও মেহেদি মারুফ (টাঙ্গাইল) খেলেছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে। কিন্তু ঢাকা অঞ্চল হিসেবে এই ক্রিকেটারদের খেলার কথা ছিল ওয়ালটন মধ্যাঞ্চলে। এবারও এই তরুণ ক্রিকেটার খেলবেন পূর্বাঞ্চলে। এখানেই বেধেছে বিপত্তি। এবার মধ্যাঞ্চল এই তিন ক্রিকেটারকে চাচ্ছেন তাদের দলে। কিন্তু নির্বাচকরা যে দল করেছে তাতে মধ্যাঞ্চলের সেই দাবি পূরণ হচ্ছে না। এ বিষয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রধান সমন্বয়ক উদয় হাকিম বলেন, ‘আমাদের মূল দাবি হচ্ছে- এক অঞ্চলের ক্রিকেটারদের যেন অন্য অঞ্চলে খেলানো না হয়। মূলত আমরা অঞ্চল হিসেবেই দল কিনেছি। আর যদি কোন দল সেই ক্রিকেটারদের না নেয় সেই ক্ষেত্রে তারা স্বাধীন। তখন তাদের অন্য দলে খেলতে কোন বাধা থাকবে না। এই সমস্যাটা আছে দীর্ঘদিন থেকেই। আমরা আসলে এটির সুষ্ঠু সমাধান চাই। এই বিষয়ে আমরা ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’ অন্যদিকে টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান অবশ্য জানালেন ভিন্ন নিয়মের কথা। তিনি বলেন, ‘আসলে গত বছর থেকে বিসিবি একটি নিয়ম করেছে। যে ক্রিকেটার আগের মওসুমে যে দলে খেলেছে তারা সে দলেই খেলবে। আর ওয়ালটন যদি সাদমান, মোসাদ্দেক, মারুফের কথা বলে তাহলে আমি বলবো শুরুতেই তো মধ্যাঞ্চল তাদের দলে খেলায়নি। এই ক্রিকেটাররাতো খেলেছে ইসলামী ব্যাংকে। তাই বিসিবি নিয়ম অনুয়ায়ী এবারও তাদের ওই দলেই খেলার কথা। যদি পূর্বাঞ্চল তাদের ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তারা স্বাধীনভাবে অন্যদলে খেলতে পারবে।’ বিসিএল-এ দু’টি করে বিভাগের ক্রিকেটারদের থেকে ২০ সদস্যের দল নির্বাচন করেন জাতীয় দলের তিন নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। কিন্তু এই বিষয়ে জানতে প্রধান নির্বাচক ফারুক আহমেদকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে সহযোগী নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমাদের কাজ দু’টি করে বিভাগ থেকে ২০ জন ক্রিকেটার বাছাই করে দেয়া। সেটি আমরা করি। আর সাদমান, মোসাদ্দেক, মারুফের বিষয়টা আসলে ভিন্ন। বিসিবি’র নিয়ম আছে শেষ বছর যে ক্রিকেটার যে দলে খেলবে তাকে পরের বছরে সেই দলেই খেলতে হবে যদি ফ্র্যাঞ্চাইজিরা তাদের ছেড়ে না দেয়।’ তবে এমন কোন নিয়ম সম্পর্কে অবগত নয় বলেই জানিয়েছেন মধ্যাঞ্চলের সমন্বয়ক উদয় হাকিম। তিনি বলেন, ‘আমি আসলে এ ধরনের নিয়মের কথা শুনিনি। আর তা আছে বলেও আমি জানি না।’ আগামী ১০ই জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিসিএল। এরই মধ্যে ভেন্যু ঠিক হয়ে গেলেও এখনও দলগুলো ক্রিকেটারদের তালিকা হাতে পায়নি বলে জানা গেছে। মূলত দেশের ৮টি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে প্রথম শ্রেণির এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১২/২০১৩ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে গতি আনতে বিপিএল’র আদলে ফ্র্যাঞ্চইজিও নিয়োগ দেয়া হয়। সেই সময় মধ্যাঞ্চলকে কিনে নেয় ওয়ালটন লি. পূর্বাঞ্চলকে কিনে নেয় ইসলামী ব্যাংক ও দক্ষিণাঞ্চলকে কিনে নেয় প্রাইম ব্যাংক। তবে উত্তারঞ্চল কেনার কোন ফ্র্যাঞ্চাইজি না পাওয়াতে এখন পর্যন্ত দলটি পরিচালনা করছে বিসিবি।-মানব জমিন ৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে