মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০২:০০:৪২

এগিয়ে সাব্বির

এগিয়ে সাব্বির

স্পোর্টস ডেস্ক: ট্রেইনাররা চরম হতাশ। কারণ বিসিবি ক্যাম্পে ফেরা বেশির ভাগ খেলোয়াড় আপ টু দ্য মার্ক না। বছর জুড়ে টানা ক্রিকেট খেলায় এবং র্দীঘদিন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ না হওয়ায় ফিটনেস নিয়ে এমন বেহাল দশায় পড়েন খেলোয়াড়রা। বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের ক্যাচ ছাড়ার মহড়াকেও ফিটনেসের ঘাটতি হিসেবে দেখছেন ট্রেনার ভিল্লাভারায়ন। তিনি বলেন, ‘বিপিএলে সবার ফিটনেস নিয়ে বলা আমার জন্য কঠিন। অনেক ক্যাচ মিস হয়েছে। সেটা হতে পারে ফিটনেসের কারণে। ফিটনেস এবং ফিল্ডিংয়ের মধ্যে গভীর একটা সম্পর্ক আছে। দুটি একসঙ্গেই আগায়। এটা দেখে উন্নতি করা দরকার।’ টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যান্য দেশের তুলনায় ফিল্ডিংয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে থাকার কথা ট্রেইনার স্বীকার করে নিলেও তিনি বিশ্বাস করেন, এখনও উন্নতি সম্ভব। তবে ফিটনেস সাব্বিরের পক্ষ হয়ে কথা বলছে। কারণ ট্রেনারদের দেয়া তথ্যমত, ফিটনেস টেস্টে সবার থেকে এগিয়ে সাব্বির রহমান। বিপ টেস্টে তার সংগ্রহ ১২.৮৭ পয়েন্ট। প্রসঙ্গত, এই পর্যন্ত ২৩ ওয়ানডে ও ১০ টি২০ খেলার সৌভাগ্য হয়েছে জাতীয় দলের এই পেসারের। আর সর্বশেষ জিম্বাবুয়ে বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে