‘ভুল করে স্ত্রীর ওষুধ খেয়ে বিপদে ইয়াসির’
স্পোর্টস ডেস্ক : বড় বড় তারকার জন্ম হয় পাকিস্তানে। কিন্তু শুরুটা দেখানোর পরেই ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাদের। পাকিস্তানের ইয়াসির শাহ অভিষেক হওয়ার এক বছরের মধ্যেই টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশে স্থান পান।
কিন্তু এখন তিনি মাঠের বাইরে। নিষিদ্ধ ইয়াসির। দলের বড় বড় প্রতিভাবে হারায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডোব টেস্টে ধরা পড়ায় দুই বছর মাঠের বাইরে থাকার কথা ইয়াসিরের। তার ভাষ্য মতে, ভুল করে স্ত্রীর ওষুদ খেয়ে বিপদ ডেকেছেন।
নিষিদ্ধ হওয়ার পর ইয়াসির শাহ বলেছেন, আমি মাদক সেবন করিনি। রাতের বেলা ভুল করে স্ত্রীর ওষুধ নিজের মনে করে খেয়েছি। সেটা যাইহোক সোমবার ইয়াসির শাহকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় ইয়াসির শাহকে। এতে বড় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে পাকিস্তান ক্রিকেটের। কেননা ইদানিং টেস্টে পাকিস্তানের জয় পাওয়ার সাথে জড়িয়ে রয়েছে ইয়াসিরের নাম।
পাকিস্তানের গ্রেট বোলার আজমল নিষিদ্ধ হওয়ার পর মাঠে ফিরে নিজেকে আগের মত ফিরে পাননি। আমির রয়েছেন আগের ঝলক দেখানোর অপেক্ষায়।
পাকিস্তানের তারকা বোলারদের মধ্যে আসিফ এখনো মাঠের বাইরে। ক্রিকেট বিশ্বের নতুন ম্যাগরা বলা হত আসিফকে। উদয়ের পরেই হারিয়ে যান তিনি।
নতুন নতুন ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম পাকিস্তানের জন্ম নিলেও তাদের ধরে রাখতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শোনা যাচ্ছে ইয়াসিরকে নিয়ে আইসিসিতে আপিল করবে পাকিস্তান বোর্ড।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�