বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার ষড়যন্ত্রের জবাব দিল আইসিসি
স্পোর্টস ডেস্ক : ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের শুরু হবে আইসিসির অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এই আসর নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে অস্ট্রেলিয়া।
আর হ্যাঁ, আশঙ্কাই বাস্তবে রুপ নিল। অস্ট্রেলিয়ার যা করার ছিল সেটাই করেছে তারা। বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে খোদ আইসিসি। যুববিশ্বকাপে অংশ নেবে না অস্ট্রলিয়া।
তারা নাম প্রত্যাহার করে নিয়েছে আইসিসির তালিকা থেকে। তবে বিশ্বকাপ বানচালে অস্ট্রেলিয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছে আইসিসি। অসিদের যায়গায় ডাক দেয়া হয়েছে আয়্যারল্যান্ডকে।
আয়্যারল্যান্ড বাড়তি একটি সুযোগ পেল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার জন্য। অসি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, নিরাপত্বাজনিত কারণে বাংলাদেশ সফরে যাচ্ছি না।
আমাদের প্রুতিনিধি দল কয়েকদিন আপে বাংলাদেশ সফর করে। প্রতিনিধিদের দেয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর