বিশ্বকাপেও বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: নিরপত্তাহীনতার ঠুনকো অজুহাতে গত বছরের শেষের দিকে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলীয় ক্রিকেট টিম। কিন্তু এর কিছু দিন পরই দেশটির ফুটবল দল বাংলাদেশ সফরে আসে। মূলত তারা ফিফার বিশেষ চাপে বাংলাদেশ সফরে বাধ্য হয়।
তবে এবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সফর থেকে নাম প্রত্যাহারের কথা জানান।
মঙ্গলবার এক সংবাদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কাছে ক্রিকেটারদের নিরাপত্তাই প্রথম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সে কারনে অস্ট্রেলিয়া সরকার থেকেই জানানো হয়েছে যাত আমরা দল না পাঠাই।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর