নতুন কোচ হয়ে জিদান বললেন, সব যোগ্যতা উড়িয়ে দেব
স্পোটর্স ডেস্ক : ফ্রান্সের এই ফুটবল তারকা অবসরের পর ফুটবল বিশ্বকে ঘুরে দেখেছেন। বারবার বর্ষসেরা হওয়া জিদান বাংলাদেশেও উড়ে আসেন এর আগে।
ঢাকার ক্ষুদে ফুটবলারদের টিপস আবার কখনো আফ্রিকার শিশুদের মাঝে ছুটে গেছেন জিনোদন জিদান। এখন কঠিন দায়িত্বে নিযুক্ত হয়েছেন জিনোদিন জিদান।
স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে জিনোদিন জিদানকে। দায়িত্ব নেয়ার মাত্র সাত মাস বার্নব্যুর দায়িত্ব থেকে পদচ্যুত করা হয় রাফায়েল বেনিতেজকে।
বেনিতেজের যায়গায় নিয়োগ দেয়া হয়েছে জিদানকে। জিদান রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। রিয়ালের ম্যানেজার ও বি দলের মূল কোচ করা হয়েছে তাকে।
দায়িত্ব পেয়ে দারুণ খুশি তিনি। জিদান বলেছেন, আমার সব যোগ্যতা উড়ার করে দেব। দলের সাফল্যর দিকেই দৃষ্টি আমার।
৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর