সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ০২:১৮:২৬

কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু

কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক :  বিশ্বের সাবেক সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি কলিন ম্যাকডোনাল্ড মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১১ জানুয়ারি) তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইটও করেছে।

অস্ট্রেলিয়া দলে ওপেনিংয়ে নামতেন ম্যাকডোনাল্ড। ১৯৫২ সাল থেকে ১৯৬১ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ টেস্ট খেলেন এ ওপেনার। টেস্টে তার সংগ্রহ ৩৯.৩২ গড়ে ৩ হাজার ১০৭ রান। এতে ৫ সেঞ্চুরি ও ১৭ ফিফটি রয়েছে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ উজ্জ্বল ম্যাকডোনাল্ড। ২৯ সেঞ্চুরিতে ১১ হাজার ৩৭৫ রান জমা করেন ঝুলিতে।  

হেলমেটপূর্ব যুগের ক্রিকেটার ছিলেন ম্যাকডোনাল্ড। সে সময় হেলমেট না পরেই ফাস্ট বোলারদের মোকাবেলা করতেন তিনি।
১৯৫৯ সালের আগস্টে সেই সময় আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। ক্যারিয়ার শেষে ক্রিকেট ও টেনিসে দীর্ঘসময় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ম্যাকডোনাল্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে