১০০৯ রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্ব কাঁপালেন সেই ব্যাটসম্যান
স্পোর্টস ডেস্ক : কখনো শুনেছেন! কখনো কি ভেবেছেন এত রানে অপরাজিত রয়েছেন কোনো ব্যাটসম্যান। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি কত রানের এটা সবারই মুখস্ত থাকার কথা।
ক্যারিবীয় তারকা ব্রায়েন লারা করেছিলেন ৪০০ রান। আর এক ক্ষুদে জাদুকরের ব্যাট থেকে ঝড়ের গতিতে এসেছে অপরাজিত ১০০৯ রানের ইনিংস।
মুম্বাইয়ের স্কুল ছাত্র প্রনব ধানওয়াড় করেছেন এই ইতিহাস কাঁপানো রেকর্ড। কেসি গান্ধী স্কুলের হয়ে এই রান করেন তিনি। ভারতের স্কুল ক্রিকেটের প্রতিযোগিতায় প্রনবদের দলীয় রান দাঁড়ায় ১৪৬৫।
আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে ব্যাট ধরেন এই কিশোর। ৩২৩ বলের ওই ইনিংসে ৫৯টি ছক্কা আর ১২৭টি চার মারেন তিনি। প্রনব ১৯৯ বলে অপরাজিত ৬৫২ রান করে খবরে আসেন। আর সেই প্রনব শেষ সময় পর্যন্ত অপরাজিতই থাকলেন।
এর আগে মুম্বাইয়ের স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের জুটি গড়ে আলোড়ন তুলেছিলেন কিশোর শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি।
যে কোনো ধরনের ক্রিকেট প্রনবের রান সর্বোচ্চ। এখন ভয় পেতে পারেন শচীনও। এই প্রনব হয়ে উঠতে পারেন ভারতের গ্রেট ক্রিকেটার।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর