অস্ট্রেলিয়ার সফর বাতিল ইস্যুতে যা বললো বিসিবি
স্পোর্টস ডেস্ক: গত বছরও বাংলাদেশ সফর ইস্যুতে তালবাহানা করেছিল অস্ট্রেলীয় ক্রিকেট টিম। এইবারও তারা সেই কাজটি করলেন। ইস্যু হিসেবে দাঁড় করালেন গত বারের বিষয়টিকে। অর্থাৎ নিরাপত্তার ঠুনকো অজুহাত দাঁড় করিয়ে আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আসতে অস্বীকৃতি জানিয়েছে দলটি।
বিষয়টি নিয়ে বিসিবির মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে বলেছেন, ‘ শুনেছি অজি ক্রিকেট টিম আসছে না। আসলে এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। এটি আইসিসির টুর্নামেন্ট। তারাই জানাবে করণীয় কী। আমরা আমাদের পক্ষ থেকে যা করতে পারতাম সেটাই করেছি—সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আইসিসি আমাদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। যেখানে আইসিসিই সন্তুষ্ট, এখন নির্দিষ্টভাবে কোনো দেশ যদি আসতে না চায়, আমরা আর কী করতে পারি?’
বেশ কিছু দিন আগে বাংলাদেশে নিরাপত্তা বিষয়ে সফরে এসেছিলেন অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশ্বস্ত করেছিলেন দেশের রাষ্ট্রপ্রধানদের যেভাবে নিরাপত্তা দেয়া হয় বিদেশি খেলোয়াড়দের সেভাবে নিরাপত্তা দেয়া হবে।
বিষয়টি নিয়ে জালাল ইউনুস বললেন, ‘আইসিসি আমাদের কাছ থেকে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল। আমরা সেটি পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা পরিকল্পনায় আইসিসি সন্তুষ্ট। এখন যেহেতু এই টুর্নামেন্ট আইসিসির, আমরা সেটি তাদের কাছে বুঝিয়ে দেব। এই টুর্নামেন্ট আয়োজক হিসেবে আমাদের যা দায়িত্ব সেটি পালন করব। তবে টুর্নামেন্টের অভিভাবক আইসিসি, তারাই সব সিদ্ধান্ত নেবে। কোনো দল যদি আসতে না চায়, তাদের আস্থায় নেওয়া বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও আইসিসির।’ সূ্ত্র : প্রথম আলো
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর