বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: সিলেটবাসীর প্রাণের দাবি ছিল বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন টুর্নামেন্টটি তাদের মাটিতেই হোক। কিন্তু তাদের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সিলেটের মাটিতে হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডিসেপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল।
প্রসঙ্গত, চলতি মাসের ১৪ জানুয়ারী থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর