মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৪:১৯:৪৮

অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর না করায় যা বলল আইসিসি

 অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর না করায়  যা বলল আইসিসি

স্পোর্টস ডেস্ক : কথায় বলে বিপদের দিনে যাকে কাছে পাওয়া যায় সেই হলো পরম বন্ধু। আর কয়েকদিন পরেই বাংলাদেশের মাটিতে গড়াচ্ছে বিশ্বকাপের মত বৃহত্তর আসর। এই আসর নিয়েই ষড়যন্ত্র করে ক্রিকেটের মোড়ল দেশ অস্ট্রেলিয়া। মিথ্যা অজুহাত তুলে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসবে না তারা বলে সাফ জানিয়েছে। আইসিসি থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে দেশটি। অসিদের এই সিদ্ধান্তে হতাশ আইসিসি। কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সমালোচনা করেছে খোদ আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন বলেছেন, বাংলাদেশের খেলার পরিবেশ রয়েছে। আমাদের পর্যবেক্ষকরা বাংলাদেশের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ সরকার ও আমরা বিভিন্ন দেশের ক্রিকেটারদের কঠোর নিরাপত্বা প্রদান করব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের পূর্ণ নিরাপত্বার বিষয়ে আশ্বাস দেয়া হয়। রিচার্ডসন বলেন, আমাদের নিরাপত্বা বিশ্লেষকরা সেখানে এখনো কাজ করছে। এরই মধ্যে হতাশার সৃষ্টি করেছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া না আসলেও পূর্ব ঘোষিত নিয়মে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে