হঠাৎ আইসিসি থেকে টাইগারদের জন্য সুখবর
স্পোর্টস ডেস্ক: দারুণ স্বপ্নময় একটি বছর পার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০১৫ বছরটিতে একের পর এক জয় পায় টাইগাররা। বিশ্বসেরাদের আসর বিশ্বকাপ, পরবর্তীতে ক্রিকেট পরাশক্তি ভারত-আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গে হোম সিরেজে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দুঃখের খবর হচ্ছে গেল বছরটি ব্যস্ততায় কাটালেও ২০১৬ সালে এসে নভেম্বরের আগে কোন ওয়ানডে ম্যাচ পাচ্ছে না টাইগাররা।
তবে এবার আইসিসি থেকে হঠাৎ উঠে এলো টাইগারদের জন্য বিশেষ সুখবর। আগামী ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরবর্তী তিন মাসের যে কোন সময় একটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডিসেপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল। তবে ঐ সময় যদি সিরিজ আয়োজন সম্ভব না হয় তাহলে বছরের শেষে এ সিরিজ আয়োজন করা হবে।
প্রসঙ্গত, ২০১৫ এর ১১ নভেম্বর সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির ক্রীড়াসূচি অনুযায়ী নতুন বছরের নভেম্বরের আগে কোন ওয়ানডে ম্যাচ বরাদ্দ নেই টাইগারদের।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর