গাপটিল ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক: আবারো অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও ব্যাটে ঝড় তুললেন মার্টিন গাপটিল। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। সিরিজের পঞ্চম ও শেষে ম্যাচে লঙ্কানরা হারে ৩৬ রানে ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জেতে স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু তৃতীয়টি ৮ উইকেটে জিতে সিরিজে ঘুরে দাঁড়ায় সফরকারী শ্রীলঙ্কা। আর নেলসনে চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এতে শেষ ম্যাচটি ছিল শ্রীলঙ্কার সমতা ফেরানো ও নিউজিল্যান্ডের সিরিজ নিশ্চিত করার। এই অবস্থায় ফের গাপটিল-ঝড়ের কবলে পড়ে শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল মাত্র ৩০ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। আর এদিন তিনি ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১০৯ বলে ১০২ রানে ফেরেন। প্রথমে টস হেরে আগে ব্যাটে যাওয়া নিউজিল্যান্ড সংগ্রহ করে ৫ উইকেটে ২৯৪ রান।
জবাবে ৪৭.১ ওভারে ২৫৮ রানে অলআউট হয় সফরকারী শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি নেন ৪০ রানে ৫ উইকেট। এদিন শুরুতে ৩৩ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু চতুর্থ উইকেটে নিদেশ চন্ডিমল ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯৩ রানের জুটি গড়ে দলকে পথ দেখান। চন্ডিমল ৫০ রানে ফেরার পর ম্যাথিউস নার্ভাস নাইনটিতে ফেরেন ৯৫ রানে। এছাড়া সাত নম্বরে নেমে মিলিন্দা সিরিবর্ধনে ২ ছক্কা ও ৩ চারে ২২ বলে করেন ৩৯ রান। এর আগে গাপটিলের সঙ্গে দারুণ ইনিংস খেলেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। দ্বিতীয় উইকেটে গাপটিল ও উইলিয়ামস যোগ করেন ১২২ রান। আর তৃতীয় উইকেটে রস টেইলর সঙ্গে ৮১ রান যোগ করেন উইলিয়ামসন। দু’জনই এদিন ৮১ রান করেন। এতে ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�