শাস্তি পেতে যাচ্ছেন তামিম
স্পোর্টস ডেস্ক: ছোট-খাট দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। তবে শুরুতেই উদ্বোধন বিলম্বের মধ্যদিয়ে প্রশ্নবিদ্ধ হয় এবারের আসরটি। পরবর্তীতে আসর জুড়ে ঠুনকো আরো কিছু ঘটনা ঘটে। বিশেষ করে তামিম ইকবালের সঙ্গে সিলেট মালিক পক্ষের বাকবতিন্ডার বিষয়টি সবার নজরে আসে। সেদিন তামিম অভিযোগ তুলেছিলেন সিলেট মালিক পক্ষ তার বাবা-মায়ের নাম উল্লেখ্য করে গালি দেন। তবে সিলেটও পাল্টা অভিযোগ আনেন তামিমের বিরুদ্ধে।
ঘটনার পর তামিম ও সিলেট মালিক পক্ষের এমন ন্যাক্কার জনক ঘটনার বিচার হবে বলে জানিয়েছিলেন বিপিএল কতৃপক্ষ। তারা আশ্বাস দিয়েছিলেন দেরিতে হলেও এর বিচার হবে। তবে তাই করছে বিসিবি। একটু দেরিতে হলেও দুই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি।
আর এতে শাস্তি পেতে হচ্ছে তামিম ইকবাল ও সিলেট সুপার স্টার্সের মালিক আজিজুল ইসলামকে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। শাস্তিটা অর্থের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে তামিমের চেয়ে সিলেটের মালিককে শাস্তি হিসেবে বেশি অর্থ গচ্ছা দিতে হবে।
তবে নীতিগতভাবে সিদ্ধান্ত এলেও এখনই শাস্তি দেয়া হচ্ছে না। এ নিয়ে শেখ সোহেল বলেন, 'তামিমের ব্যাপারটি নিয়ে দেরি হওয়ায় আমি দু:খিত। আমি আপনাদের সঙ্গে কথা বলেছি, মাঠে যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আমি যেটা দেখলাম, আমি ঠিক করেছি দুজনকেই শাস্তি দেওয়া হবে। আর্থিক জরিমানা করা হবে। জিম্বাবুয়ে সিরিজ শেষে চূড়ান্ত করা হবে জরিমানার পরিমাণ।'
বিপিএলের তৃতীয় আসরে একটি ম্যাচের আগে সিলেট সুপার স্টার্সের দুই ইংলিশ ক্রিকেটার রবি বোপারা ও জসুয়া কবের অনাপত্তিপত্র নিয়ে ঝামেলা হয়। প্রায় ৭০ মিনিট পর শুরু হওয়া ওই ম্যাচে এই দুই ক্রিকেটারের খেলা নিয়ে আপত্তি জানালে তামিমের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন আজিজুল ইসলাম।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর