আইসিসির কাছে আপিল করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক: ডোপ টেস্টের পুরো রিপোর্ট হাতে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রিপোর্টে বলা হয়, ইয়াসির শাহ তার স্ত্রীর ব্লাড পেসারের ওষুধ গ্রহণ করতেন। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি উল্টো ভেবে সব ধরনের ক্রিকেট থেকে ইয়াসির শাহকে নিষিদ্ধ করেন। তাই ইয়াসির শাহ’র সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আইসিসির কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার পাকিস্তানি একটি শীর্ষ স্থায়ীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ইয়াসিরের দেহে প্রথম নমুনায় নিষিদ্ধ ঔষুধের উপস্থিতি ধরা পড়ায় আইসিসিকে আর দ্বিতীয় নমুনা পরীক্ষার জন্য পিসিবি আবেদন জানাবে না। তবে পিসিবি’র আইন ও মেডিকেল বিষেশজ্ঞদের পরামর্শ অনুযায়ী ইয়াসিরের শাস্তির বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসির কাছে শক্তিশালী প্রমান হিসেবে পিসিবি আপিলে জানাবে ইয়াসির উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনের জন্য যে ঔষুধ গ্রহণ করেছিল সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছিল। সেটা যে পারফরমেন্সের ওপর কোন প্রভাব ফেলবে সেটা তাদের জানা ছিল না।
গেলো বছরের ইংল্যান্ডের বিপক্ষে ১৩ নভেম্বর ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন ইয়াসির। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডোপ টেস্টের ফল পাওয়ার আগ পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে। মাত্র ১২ টেস্টে ৭৬ উইকেট নেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�