বিরূপ আকাশে ক্রিকেটের বেহাল অবস্থা
স্পোর্টস ডেস্ক: সিডনি টেস্টে নিয়মিত বৃষ্টি ঝরেছে। আর বিরূপ আকাশে দুই দলেই ক্রিকেট খেলাটা একেবারে বেহাল অবস্থা হয়েছে। দুই দলের খেলোয়াড়রা একবারের জন্যও মাঠে নামতে পারেননি। অস্ট্রেলিয়ায় এই নিয়ে গত ২০ বছরের মধ্যে তৃতীয়বারের মতো বৃষ্টির কারণে গোটা একদিনের খেলা পরিত্যক্ত হলো।
চলমান অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট হয়তো ড্রই হবে। কারণ, সেটা এড়ানোর পথ বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ মঙ্গলবার তৃতীয় দিনে খেলা হয়নি একদমই। কোনো বল হওয়ার আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিন খেলা হয়েছিল মাত্র ৬৮ বল। ভারি আবহাওয়ার কারণে প্রথম দিনেও খেলা ঝামেলায় পড়েছিল। চতুর্থ দিনের জন্য আবহাওয়ার পূর্বাভাসটা ভালো। একটু আধটু বৃষ্টি হতে পারে। কিন্তু খুব বেশি না। খেলার ওপর তাই বুধবার বৃষ্টির প্রভাব নাও পড়তে পারে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে দাঁড়িয়ে আছে। বলা যাচ্ছে না আগামী দিনও বৃষ্টি হানা দিয়ে আবারো খেলা বন্ধ করে কী না।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�