মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৯:২৫

নেইমার ভবিষ্যতে সত্যিই কি ব্যালন ডি’অর জিতবে?

নেইমার ভবিষ্যতে সত্যিই কি ব্যালন ডি’অর জিতবে?

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক বছর জুড়ে বেশ কয়েকবার সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর পুরস্কার জিতে চলেছেন ফুটবলের ক্ষুদে যাদুকর লিউনেল মেসি। মাঝে অবশ্য পর্তুগালের গতিমানব রোনালদোও জিতেছে। বলা যায় ফুটবলের এই দুই কিংবদন্তীর কাছেই ঘোরাফেরা করছে ব্যালন ডি’অর। তবে এবারের ব্যালডি’অরের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে তালিকায় ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও। সেরা ফুটবলারের তালিকায় থাকার নেইমারকে দেখে মোটেও আশ্চর্য হননি ব্রাজিলের আরেক তারকা ফুটবলার কাকা। তিনি বলেছেন. নেইমার একদিন বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতবেন।এবার না হলেও ভবিষ্যতে নেইমার অবশ্যই ব্যালন জিতবেন।’ নেইমারের বার্সার পারফরম্যান্স প্রসঙ্গে কাকা বলেন, ‘ইউরোপে খেলতে যাওয়ার পর থেকে নেইমার অনেক উন্নতি করেছে৷ তাঁর খেলা এখন অনেক বেশি পরিণত। নেইমারের শীর্ষে ওঠা ও ব্যালন পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বলেও মন্তব্য তার। ১৯৯৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিলের রোমারিও, রিভাল্ডো, রোনাল্ডো, রোনাল্ডিনহো ও কাকা মিলে মোট আট বার এই পুরস্কার জেতেন। তার মধ্যে রোনাল্ডো তিন বার, রোনাল্ডিনহো দুই বার এবং বাকি তিন জন একবার করে পুরস্কারটি জেতেন। ২০০৭ সালে শেষবার জেতেন কাকা৷ ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে