রকিবুল ইস্যু এখনো বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পৌঁছায়নি
স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ম্যাচে টস বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিপিএলের একটি ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান। রকিবুলের টস বিতর্ক নিয়ে একটি বেসসরকারী টেলিভিশন খবর প্রকাশ করে। পরে ওই টিভি থেকে তার প্রতিক্রিয়া জানতে গেলে তিনি সাবেক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতিকে আক্রমণ করে বসেন।
ওই প্রতিবেদককের কাছে রকিবুল বলেন, ‘ওই পাপন-ফাপন আর কামাল সাহেবদেরও চামড়া তুইলা ফালাই আমি। আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের একটা রগ বাঁকা আমার। আমার অর্থের কোন অভাব নাই, ডালভাত খাওয়ার সামর্থ্য আছে। আমার পরিবার সবকিছু স্ট্রং।’
একই টেলিভিশনের করা ‘স্টিং অপারেশন’এর এই ভিডিও ছড়িয়ে পড়লে বিপাকে পড়েন রকিবুল। পরবর্তীতে তাকে সব ধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
এদিকে, মঙ্গলবার প্রসঙ্গক্রমে আবারো উঠে আসে রকিবুল প্রসঙ্গ। নিষিদ্ধ ঘোষণার পর এখনো কোন সিদ্ধান্ত রকিবুল হাসানের পক্ষে-বিপক্ষে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি বলেছেন, ‘রকিবুল ভাইয়ের ব্যাপারটি এখনও আমার কাছে আসেনি। আমি যতটুকু জানলাম, উনি সাবেক অধিনায়ক, অনেক সিনিয়র…উনার সঙ্গে সমস্যাটি ছিল ব্যক্তিগত। কামাল-পাপন ভাইকে নিয়ে ওইসব বলা দু:খজনক। তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা এখনও আমার কাছে আসেনি।’
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�