মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৬:৩৩

টি-২০ বিশ্বকাপে মুশফিকের চাওয়া একটাই

টি-২০ বিশ্বকাপে মুশফিকের চাওয়া একটাই

স্পোর্টস ডেস্ক: সামনে বাংলাদেশের লম্বা টি-টোয়েন্টি সূচী। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর টাইগাররা খেলবে এশিয়া কাপ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই।টাইগার বাহিনী এরপর অংশ নেবে ভারতে অনুষ্টিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরকম ব্যস্ত সূচীকে সামনে রেখে মুশফিক বলেছেন, আমাদের নজর ব্যাটিংয়ের দিকে। ভালো ব্যাট করতে না পারলে ম্যাচ থেকে রেজাল্ট নিয়ে আসা কষ্টকর। গতকাল জাতীয় ক্রিকেট একাডেমীর নেটে প্রায় দুই ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস শেষ করে মুশফিক বলেন, সামনে আমাদের অনেকগুলো টি-২০ ম্যাচ খেলতে হবে। টি-২০ ম্যাচ ও বিশেষ করে বিশ্বকাপে আমার চাওয়া থাকবে আমাদের ভালো একটি ওপেনিং জুটি। কারণ শুরুটা যদি ভালো হয়, তাহলে প্রতিটি ম্যাচেই শক্তিশালী অবস্থানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। দলের প্রয়োজনে প্রায় সবসময় ব্যাট হাতে মূল্যবান ইনিংস খেলেন। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি মুশফিকুর রহিম। বিপিএলে খেলা দশ ম্যাচে ২৬.১৬ গড়ে রান করেছেন ১৫৭, হাফসেঞ্চুরি করেছেন মাত্র একটি। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে