সব রেকর্ড চুরমার, তিনি হাঁকালেন ৫৯টি ছয়, ১২৯টি চার
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ১১৬ বছর আগের রেকর্ড ভেঙ্গে চুরমার করেছেন এক ব্যাটসম্যান। দিনটি ছিল মঙ্গলবার। ক্রিকেটের জন্য সবচেয়ে স্বরণীয় মুহূর্তের একটি হয়ে থাকবে এই ক্ষণ।
ক্রিকেট বিশ্বে রচিত হয়েছে অভিজাত একটি রেকর্ড। রেকর্ডটি গড়ার জন্য সময় নেয়া হয়েছে ১১৬ বছর। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে হাজার রানের অনন্যসাধারণ কীর্তি গড়ল মুম্বইয়ের বছর পনেরোর প্রণব ধনাওয়াড়ে।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়েছেন মঙ্গলবারের এই অবিশ্বাস্য রেকর্ড। ৩২৩ বলে ১০০৯ রান। প্রনব অবশ্য অপরাজিত থাকেন এই রানে।
ম্যাচ চলছিল মুম্বইয়ের আন্তঃস্কুল ক্রিকেটে খেলতে নেমে প্রণবের এই কীর্তি ম্লান করেছে ১১৬ বছর আগের রেকর্ড। ক্রিকেটে এত দিন ইংল্যান্ডের আর্থার কলিন্সের ৬২৮-ই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান।
১৮৯৯-এ দেশের মাটিতে নর্থ টাউন হাউসের বিরুদ্ধে সে রেকর্ড গ়ড়েছিলেন কলিন্স। প্রনবের ব্যাটে চুরমার এই রেকর্ড। ৩৯৫ মিনিট উইকেটে থাকেন তিনি।
১৯২৬-এ নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ভিক্টোরিয়ার করা দলীয় ১১০৭ রানের রেকর্ডও নেই। প্রনবদের ১৪৬৫ রানের সুবাধে ওই রেকর্ডটি আর নেই।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর