স্পোর্টস ডেস্ক : নতুন বছরে হাশিম আমলার ব্যাটে মাইলফলক। ইংল্যান্ডের বিশাল সংগ্রহের বিপরীতে ব্যাট ধরেন হাশিম আমলা। হাশিম আমলার ডাবল সেঞ্চুরিতে আইসিসিতে বিশ্বরেকর্ড।
শুধু ব্যাটই নয় দলের হাল ধরেন হাশিম আমলা। আমলা এবি ডি ভিলিয়ার্স ও ডু প্লেসিসকে নিজের যোগ্য সঙ্গী হিসাবে পান এদিন। হামিশ আমলা ডাবল সেঞ্চুরির দেখা পান।
অন্যদিকে তার ওই দুই সতীর্থ অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকেন। হাশিম আমলা ২০১ রান করে বিদায় নেন। এই রানের সুবাধে ব্যক্তিগত সাত হাজার রানের মাইলফলক পূর্ণ করেন তিনি।
খেলতে থাকা ব্যাটসম্যানদের মধ্যে তার এই রান সর্বোচ্চ। তার উপরে রয়েছেন গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। অবসরে যাওয়া এ দুই ক্রিকেটারের রান যথাক্রমে ৯ হাজার ২৫৩ ও ১৩ হাজার ২০৬ রান।
ইংল্যান্ড ৬২১ রান করে ইনিংস ঘোষণা দেয়। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ৫২২ রান নিয়ে ব্যাট করছে।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর