অটোচালকের ছেলের অবিশ্বাস্য রেকর্ড দেখে ফেসবুকে যা লিখলেন শচীন
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ছেলে প্রণব ধনওয়াড়ে। বছর মাত্র ১৫ বছর। বাবার অটো চালানো টাকায় দিয়ে নিজেকে সাজিয়ে নিচ্ছেন স্কুলপড়ুয়া এই বালক। তবে ছেলের পিছনে ব্যয় করা পয়সা বাবার মোটেও বিফলে যায়নি। এ বয়সে বাবার সামনে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন প্রণব। ৩২৩ বলে ১০০৯ রান করে গত ১১৭ বছরের বিশ্বরেকর্ড ভেঙে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
সোমবার ক্রিকেট ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে যান ধানাওয়াড়ে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র ৩২৩ বলে ১০০৯ রান করেছেন। ফলে প্রণব ভেঙেছে ১১৭ বছরের বিশ্বরেকর্ড।
এর আগে এ ই জে কলিন্সের অপরাজিত ৬২৮ ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। ১৮৯৯ সালে ক্লার্কস হাউসের হয়ে নর্থ টাউনের বিরুদ্ধে এই রান করেছিলেন কলিন্স। কিন্তু ৭৮টি বাউন্ডারি এবং ৩০টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো প্রণবের অপরাজিত ইনিংস সেই রেকর্ড ভেঙে দিল।
অটোচালক বাবার সামনে রেকর্ড করতে পেরে বেজায় খুশি প্রণব। প্রণবের বাবা প্রশান্ত বলেছেন, আমি চাই ও বড় ক্রিকেটার হোক। ক্রিকেট খুব কঠিন খেলা। প্রচুর খরচও বটে। আমি বাড়তি সময় ধরে অটো চালাই। কষ্ট হয়। কিন্তু ওকে বড় ক্রিকেটার হতেই হবে। এখানেই যেন থেমে না-যায়। এটা শুরু। প্রণব বলেছে, ‘‘আমি শচীনের ভক্ত। নিজে উইকেটকিপার। তাই অ্যাডাম গ্রিলক্রিস্টকে ভাল লাগে। প্রণবের এ কথা শুনে শচীন বসে থাকতে পারলেন না। শচীন আবারো উল্টো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রণব ধনওয়াড়েকে। সেখানে শচীন লিখেছেন, আরও অনেক উঁচুতে উঠতে হবে তোমাকে।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�