মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৭:২৮:২২

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে যা বললেন মারুফুল

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে যা বললেন মারুফুল

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়ন ট্রফিতে ভরাডুবির পর দেশের ফুটবলাররা অংশ নেবে ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে ২৩ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সদ্য ঘোষিত এই দলটি গতকাল থেকেই অনুশীলন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে। বুয়েট মাঠে প্রায় তিনঘন্টা অনুশীলনের পর বিকেলে যশোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে কোচ মারুফুল হক সাংবাদিকদের বলেন, ‘মাত্র একটা সেশন হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে সেভাবে বসিনি। কিন্তু আমি চাইব খেলোয়াড়রা ঘুরে দাঁড়াক। বঙ্গবন্ধু গোল্ড কাপের সাফল্য দিয়ে সাফের ব্যর্থতা কিছুটা হলেও দূর করুক।’ চোটের কারণে শেষ মুহূর্তে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছিলেন এমিলি। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ফরোয়ার্ড। যশোরে রওনা হবার আগে তিনি বলেন, ‘সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপ, সাফে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার কারণে আমাদের ওপর চাপটাও বেশি। তবে চাপের মধ্যে থেকে আমাদের রেজাল্ট বের করে আনতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি আশাবাদী।’ এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে কম্বোডিয়া, মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ। আটটি দল নিয়ে হবে এবারের আসর, যার মধ্যে ছয়টি বিদেশি ও দুটি দেশি দল রয়েছে। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে