নাসির-লিটনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই নাসির হোসেন এবং লিটন কুমার দাস। অতীত পারফরম্যান্সের কারণে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার।
দুদিন আগেই বিসিবি থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল, বাদ পড়তে পারেন লিটন, নাসির।
ঘোষিত চূড়ান্ত দলে রাখা হয়নি তাসকিন, রুবেলকেও। দুজনেই ইনজুরি থেকে ফিরতে লড়াই করছেন। তবে তাদের বদলে আস্থা রয়েছে আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেনের ওপর। এ প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন রনি।
১১ জানুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল। প্রথম দুই ম্যাচ ১৫ ও ১৭ জানুয়ারি।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক),তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিক, রিয়াদ, আরাফাত সানি, কাজী নুরুল হাসান, শুভাগত হোম, মুস্তাফিজ, আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেন।
৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম