ম্যারাডোনা-মেসির ভক্তরা এই খবরটা পড়লে অবাক হবেন
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার দিয়েগোম্যারাডোনার সঙ্গে একই দলে রয়েছেন লিওনেল মেসি। আবার ওই দলে গ্যাব্রিয়েলা বাতিস্তুতাও রয়েছেন। অনেকে এই খবর শুনলে অবাক হতে পারেন কিন্তু এটাই সত্যি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে। এই দলে মেসি, ম্যারাডোনা, বাতিস্তুতার মতো মহাতারকারা রয়েছেন। আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশে ম্যারাডোনার সঙ্গে মেসি থাকবেন এটা প্রত্যাশিত ছিলোই। এবার এএফএ ঘোষণা করার পরে তা প্রকাশ্যে এল। কে সেরা ফুটবলার ? ম্যারাডোনা না মেসি? কে বড় তা নিয়ে আজও বিতর্ক চলে। বিশ্বকাপ জেতানোর জন্য অনেকে ম্যারাডোনাকেই এগিয়ে রাখেন। আবার বার্সেলোনার মহাতারকাকে এগিয়ে রাখেন ক্লাব ফুটবলে সাফল্য এনে দেওয়ার জন্য। তাই এই দুই মহাতারকাকে যদি ফুটবল বিশ্ব একসঙ্গে খেলতে দেখত তাহলে সকলেই আনন্দ পেতেন। বাস্তবে তা হয়নি। তবে সর্বকালের সেরা একাদশে মেসি-ম্যারাডোনাকে দেখে কৃত্রিম আনন্দ পাবেন সমর্থকরা।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�