মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৮:০৭:৩০

মামুনুলরা এখন যশোরে

মামুনুলরা এখন যশোরে

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যশোর পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় দলটি ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমানে চড়ে যশোর বিমান বন্দরে পৌঁছায়। এ টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে। আগামী ৮ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। যশোরে পৌঁছেই ভাল খেলার এবং ফাইনালে উঠে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে আটটিতে। বিদেশী দল ছয়টি হলো বাহরাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। বিদেশি দলগুলোর মধ্যে বাহরাইন ও মালয়েশিয়া তাদের জাতীয় দল পাঠাচ্ছে না। বাহরাইন খেলবে ‘বাহরাইন ফুটবল টিম’নামে, আর মালয়েশিয়া খেলবে ‘মালয়েশিয়া একাদশ’ নামে। বাংলাদেশ থেকে দুটি টিম খেলবে এই টুর্নামেন্টে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে