জিম্বাবুয়েকে কাবু করতে টাইগারদের চূড়ান্ত দলে দুই নতুন মুখ
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েকে কাবু করতে নয়া পরিকল্পনা নিয়ে বিসিবি। বছর শেষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়াল বিপিএল থেকে উঠে আসা আবু হায়দার রানি এবং কাজী নুরুল হাসান সোহান কে জিম্বাবুয়ে বিপক্ষে খেলার জন্য চূড়ান্ত স্কোয়ার্ডে রেখে দিয়েছেন নির্বাচকরা। রনির বিপিএল তৃতীয় আসরের বাঁহাতি পেস তুমুল আলোচনার বিষয় উঠে। দারুণ বোলিং করে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ওই তরুণ। আসন্ন জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজে অভিষেক হতে যাচ্ছে আবু হায়দার রনির। মঙ্গলবার জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৩ সদস্যের চূড়ান্ত টাইগার স্কোয়াড ঘোষণা করেন বিসিবি। এই স্কোয়ার্ডে এই প্রথমবারে মতো জাতীয় দলের হয়ে খেলা সুযোগ পেলেন সদ্যশেষ হওয়া বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবুল হায়দার রনি। রনি ছাড়াও প্রথমবারে মতো জাতীয় দলে ডাক পেলেন কাজী নুরুল হাসান সোহান।
টাইগারদের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ জানুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জানুয়ারি ১৪ তারিখে শুরু হবে প্রথম ম্যাচটি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ তারিখে। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে না আসন্ন এ হোম সিরিজের কোনো ম্যাচ। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনা স্টেডিয়ামে।
১৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক),তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিক, রিয়াদ, আরাফাত সানি, কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মুস্তাফিজ, আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেন।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�