দিন-রাত টেস্ট খেলবেন কোহলিরা
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ক্রিকেটাদের মতো গোলাপি বলে এবার দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে মত দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির কাছে ‘আসন্ন দলীপ ট্রফিতে গোলাপি বলে দিন-রাত টেস্ট ম্যাচ’ অয়োজন করার সুপারিশ করেন বিরাট। তার এই মতকে গুরুত্ব দিয়েছে বোর্ড কর্তরা।
২০১৫-১৬ মৌসুমে ভারতের ঠাসা সূচির জন্য দলীপ ট্রফি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। কিন্তু ২০১৬-১৭ মৌসুমে আবারো দলীপ টেস্ট আয়োজন করতে চান ভারতীয় ক্রিকেট বোর্ড। চারদিনের এই ঘরোয়া টুর্নামেন্টকে দিন-রাতের করার ভাবনা বোর্ডের।
গত বছর ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট হয়। প্রথম দিন-রাতের আগে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট জানিয়েছিলেন, আমি খুব খুশি হয়েছি যে দু’দলই পরীক্ষামূলকভাবে প্রথমবার দিন-রাতের সরকারি টেস্ট খেলার জন্য রাজি হয়েছে। দিন-রাতের টেস্ট খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি৷
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�