অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি
স্পোর্টস ডেস্ক: ২০১৪ ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তা নিয়ে শুরু হয় সারা ক্রিকেট বিশ্বে তোলপার। আবার সেই অস্ট্রেলিয়া সফর। পাঁচটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিমান ধরিেছএধানি বাহিনী। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের কর্মীরা বাইশ গজকে পুরোপুরি বিদায় জানানো নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের বিতর্ক উস্কে দিলেন ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি এই অধিনায়ক।
তিনি কখন অবসর নেবেন? এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, আমি বর্তমানে থাকতে ভালোবাসি। সুতরাং অস্ট্রেলিয়া সফর এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ভাবতে চাই। তবে ঠিক সময়েই অবসর নেব। ২০১৫ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ভারত অধিনায়ককে একই প্রশ্ন করা হয়েছিল। ধোনির অবসরে টেস্টের নেতৃত্ব ওঠে বিরাট কোহলির হাতে। কিন্তু ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের নেতা এখনও ধোনি।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�