মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৯:২৯:১০

বাংলাদেশ ভাসবে ফুটবল জোয়ারে, বিপিএলের আদলে বিসিএলের উদ্যোগ

বাংলাদেশ ভাসবে ফুটবল জোয়ারে, বিপিএলের আদলে বিসিএলের উদ্যোগ

স্পোর্টস ডেস্ক: দেশের ফুটবল উন্নয়নের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে চলতি বছর নভেম্বরে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ সুপার লিগ (বিসিএল)। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিএসএলের আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেক। চুক্তিতে আগামী ১৫ বছরের জন্য বিএসএলের স্বত্ব ৩৫ কোটি টাকায় সাইফ পাওয়ারটেকের কাছে হস্তান্তর করেছে বাফুফে। ৬ থেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেশের পাঁচ বা ছয়টি ভেন্যুতে চলবে বিএসএল। দলগুলো আনুষ্ঠানিকভাবে বিপিএলর মতো বিভাগভিত্তিক ভাবে বিক্রি করা হবে। প্রতিটি দলে পাঁচ থেকে ছয়জন বিদেশি খেলোয়াড় খেলবে। টুর্নামেন্টের ব্যাপ্তি হবে দেড় থেকে দুই মাস। সমঝোতা চুক্তি অনুসারে সাইফ পাওয়ারটেক বছরে দুই কোটি টাকার কিছু বেশি বাফুফেকে দেবে। বিপণনের অন্যান্য দিকগুলোও দেখবে তারা। সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ক্রীড়া প্রতি মন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাইফ পাওয়াটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে