মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১০:২৮:৪৪

খবর শুনে রনির ঘরে আনন্দ মিছিল

খবর শুনে রনির ঘরে আনন্দ মিছিল

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি২০ ম্যাচের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেয়েছেন গেল বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি পেসার আবু হায়দার রনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আবেগী হয়ে রনির ঘরে এখন বয়েছে আনন্দ মিছিল। বাবা-মা ভাই-বোন ও বন্ধুরা আনন্দিত হলেও আবেগী হয়ে উঠেনি রনি। জাতীয় দলে খেলার স্বপ্নের কাছাকাছি দাঁড়িয়ে এই সুযোগের সদ্ব্যবহারের কথা জানালেন তিনি। মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে সিরিজের জন্য চুড়ান্ত দলে ডাক পাওয়া পর অনুভূতি ও স্বপ্ন নিয়ে কথা হয় রনির সাথে, তখন রনি বলেন, ‘খুব ভালো লাগছে। ছোট থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। এই ভালো লাগাটা তখনই পূর্ণতা পাবে, যখন জাতীয় দলের জার্সিতে বল হাতে মাঠে নামতে পারবো। তখন আমার কাছে আরো আনন্দ লাগবে। রনি আরো বলেন, জাতীয় দলের পাইপলাইনে অনেক পেসার। জাতীয় দলে টিকে থাকতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এমনটা খুব ভালো করেই জানেন রনি। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেই চ্যালেঞ্জ নিয়ে খেলে। এটাই ক্রিকেটের ধর্ম। জাতীয় দলে যারা খেলেছে তারা সবাই ভালো খেলোয়াড় বলেই খেলেছে। আমাদের পাইপলাইনে অনেক পেসার আছে। যারা আছে সবাই ভালো করেছে। আমি সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাতে চাই। নিজের পরিকল্পনা প্রসঙ্গে রনি বলেন, ম্যাচে সুযোগ পেলে চেষ্টা করবো নিজের সেরা পারফরম্যান্সটা করার। যাতে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। এটাই আমার মূল লক্ষ্য। মূল কথা হলো সুযোগটা কাজে লাগাতে চাই। ৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে