ক্রিকেট অস্ট্রেলিয়ার পথে হাঁটছে আয়ারল্যান্ডও
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার বিকল্প হিসেবে টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে তারা অস্ট্রেলিয়ার পথে হাটছে। নিরাপত্তা অজুহাত দেখিয়ে আয়ারল্যান্ড এখনো টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, টুর্নামেন্টের নিরাপত্তা ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আইসিসিকে জানিয়েছে দেশটি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড মঙ্গলবার জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আয়ারল্যান্ড টুর্নামেন্টের নিরাপত্তা ও অন্যান্য লজিস্টিক বিষয়গুলো বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে কী না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগও করছে।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�