জিম্বাবুয়ে সিরিজে টাইগার দল থেকে বাদ পড়েছেন যারা
স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যবিশিষ্ট দলে জায়গা পেয়েছেন এখনো অভিষেক না হওয়া দুই ক্রিকেটারের। বিপিএলে অসাধারণ পারফর্ম করে কুমিল্লার শিরোপা জয়ে অসাধারণ অবদান রাখা আবু হায়দার রনি পেয়েছেন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ। অপরজন হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তবে দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার নাসির হোসেন, ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এই সিরিজের প্রতম দুই ম্যাচে দলে রয়েছেন যারা। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরাফাত সানি, আল আমিন হোসেন ও শুভাগত হোম।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�