রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ০২:১৩:১৫

ব্লকেজের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ

ব্লকেজের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রে তিন তিনটি স্টেন্ট বসানো হয়েছে। ব্লকেজের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিসহ সৌরভের চিকিৎসকরা।

সঠিক চিকিৎসার পর সৌরভ দিন দিন সেরে উঠছেন। আজ তিনি হাসপাতাল ছাড়তে পারেন।

অস্ত্রোপচারের পর সৌরভের অবস্থা জানাতে তার চিকিৎসক সপ্তর্ষি বসু ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘বেশ ভালো আছেন সৌরভ। ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন। রাতে দারুণ ঘুম হয়েছে তার। আগের থেকে অনেকটাই সুস্থবোধ করছেন। হয়তো আজ (রোববার) সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন সৌরভ।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে