রেকর্ড দামে ওরা তিন ফুটবলার
স্পোর্টস ডেস্ক: গত মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে তারকা ফুটবলারদের দলে টানতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের নামি দামি ক্লাবগুলো। এবছরও মেসি, নেইমার, সুয়ারেজদের মতো বড় বড় তারকাদের দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব দিচ্ছে ইংলিশ জায়ান্টরা, এমনই গুঞ্জন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবারের প্রতিবেদন সাজানো হয়েছে এমনই কিছু গুঞ্জন দিয়ে।
অনেক ফুটবল বোদ্ধাই মেসি-রোনালদোর ছায়া দেখতে পান ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মাঝে। নিজের অসাধারণ ফুটবল নৈপুণ্যে এরই মধ্যে তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বকে। তাই বার্সার এই তারকার উপর নজর পড়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। ন্যু ক্যাম্প থেকে ওল্ডট্রাফোর্ডে নিয়ে আসার জন্য হাঁকছেন রেকর্ড পরিমাণ বেতন। সদ্য গোল ডটকম প্রকাশ করেছে, নেইমারের রিলিজ ক্লজের জন্য ১৪০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। তবে শেষ পর্যন্ত নেইমারকে হাতছাড়া করতে কাতালানরা রাজি হবে কি না, তা জানতে বার্সা ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
এদিকে, বার্সেলোনার সুপার স্টার তারকা লিওনেল মেসিকে চেয়ে লোভনীয় প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। মেসিকে বাৎসরিক পারিশ্রমিক ২৩৩ কোটি ৫৫ লাখ টাকা দেবেন বলে প্রস্তাব দেন তারা। এর আগে বার্সেলোনার এই তারকাকে ১৭ কোটি ইউরোতে কিনতে প্রস্তাব দিয়েছে এ ক্লাব। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে লিভারপুল থেকে কিনে নিয়েছে বার্সেলোনা। নেইমার ও মেসির ক্লাব সর্তীথ সুয়ারেজকে ছিনিয়ে নিতে চড়া দাম দিয়ে কিনতে চান স্প্যানিশের অনেক নামকরা ক্লাবগুলো।
৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�