ধোনির সাবেক প্রেমিকা ইনি!
স্পোর্টস ডেস্ক : ইনি দিশা পাটানি। শোনা যায় ইনি নাকি টাইগার শ্রফের সাবেক প্রেমিকা। আবার ইনিই এমএস ধোনিরও সাবেক গার্লফ্রেন্ড? ধাঁধা লাগছে তো! তবে এটাই সত্যি ইনি এমএস ধোনিরও সাবেক গার্লফ্রেন্ড। তবে তা বাস্তবে নয়, পর্দায়।
ধোনির বায়োপিকে অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত। আর সেখানেই ধোনির সাবেক বান্ধবীর ভূমিকায় অভিনয় করবেন দিশা। এত দিনে তার অভিনয়ের ভাগ্যে শিকে ছিঁড়ল বলেই মনে করছে বলিউডের একটা বড় অংশ। এর আগে তিনি দু’টো ছবিতে অভিনয় করলেও কোনওটাই মুক্তি পায়নি। শেষ পর্যন্ত ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করার জন্য তাকে বেছে নিয়েছেন পরিচালক নীরজ পান্ডে।
কিন্তু দিশার মতো এত অপরিচিত মুখ কীভাবে এত বড় বাজেটের ছবিতে সুযোগ পেলেন? এক ক্রু সদস্য জানিয়েছেন, ‘‘আসলে ধোনির প্রাক্তন বান্ধবীর চরিত্রের কোনও রেফারেন্স নেই। তাই আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। সেখানে দিশা পারফেক্ট। আর সুশান্তর সঙ্গে ওকে দারুণ মানিয়েছে।’’ বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী ২ সেপ্টেম্বর।
৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি