বিশ্বরেকর্ড গড়লেন 'অটোচালকের ছেলে'
স্পোর্টস ডেস্ক: এক ইনিংসে ব্যক্তিগত ১০০০ রান! শতবর্ষের বিশ্বরেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন মুম্বাইয়ের কিশোর ক্রিকেটার প্রণব ধানওয়াড়ে। তার সুবাদে তৈরি হয়েছে প্রথম ইনিংসে সর্বোচ্চ মোট রানের রেকর্ডও।
মঙ্গলবার নয়া ইতিহাসের সাক্ষী থাকলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এইচ টি ভাণ্ডারি কাপ আন্তঃ স্কুল টুর্নামেন্ট। ১০০৯ রানে অপরাজিত থেকে দেশ-বিদেশের যাবতীয় ক্রিকেট পরিসংখ্যান উল্টেপাল্টে দিলেন কল্যাণের কে সি গান্ধী হাইস্কুলের ওপেনার প্রণব ধানওয়াড়ে। প্রধানত তার কৃতিত্বেই প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৪৮ রানের বেশি তুলে ফেলেছে তার দল।
সোমবার আর্য গুরুকুল স্কুলের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে দিনের শেষে ৬৫২ রানে অপরাজিত থাকেন প্রণব। তিন নম্বরে ব্যাট করতে নামা সিদ্ধেশ পাটিলের সঙ্গে জুটি বেঁধে ১ উইকেট খুইয়ে দলের স্কোর তোলেন ৯৫৬ রানে। গতকাল মোট ৭৮টি বাউন্ডারি এবং ৩০টি ছক্কা হাঁকিয়ে রানের পাহাড় গড়েন ধানওয়াড়ে। যে কোনও ফরম্যাটের ক্রিকেটে এটিই আপাতত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই বাবদ ১৮৯৯ সালের জুন মাসে ইংল্যান্ডে গড়া ক্লার্কস হাউস-এর ছাত্র আর্থার কলিনসের অপরাজিত ৬২৮ রানের রেকর্ডটি টপকে যান মারাঠি কিশোর।
এদিন ব্যাট করতে নেমে লাঞ্চের আগে ৯৭৪ রানে পৌঁছে যান প্রণব। দলের স্কোর তখন ১৪০০ ছুঁয়েছে। এক হাজার রানের মাইলস্টোন ছুঁতে এর পর বিশেষ বেগ পেতে তাকে হয়নি। এর আগে তার ব্যক্তিগত রান যখন ৮০৪, দলের মোট রান পৌঁছায় ২ উইকেটে ১১৪৮। এর সুবাদে ভাঙে ১৯২৬ সালে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস-এর বিরুদ্ধে ভিক্টোরিয়ার সর্বোচ্চ স্কোর ১১০৭ রানের রেকর্ডও।
কল্যাণের কেসি গান্ধী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র প্রণবের বাবা প্রশান্ত ধনওয়াড়ে পেশায় অটোরিক্সা চালক। ছেলে অসামান্য ব্যাটিংয়ের মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তোলার সময় মাঠে তিনি উপস্থিত ছিলেন। টাইমস অফ ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, 'ওর এক বন্ধুর বাবা আমায় ফোন করে মাঠে গিয়েছি কি না তা জানতে চাইলেন। ওর কথা শুনে আমি তড়িঘড়ি পৌঁছে গিয়েছি। নিঃসন্দেহে অত্যন্ত গর্বের দিন। নাগাড়ে ১১ বছরের পরিশ্রমের ফল মিলল।'
প্রসঙ্গত, স্কুল ক্রিকেটে বরাবরই মুম্বাইয়ের আধিপত্য রয়েছে। ২০০৯-২০১০ মরসুমে সরফরাজ খানের ৪৩৯, ২০১০ সালের ডিসেম্বর মাসে সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার ওয়াসিম জাফরের ভাইপো আরমান জাফরের ৪৯৮ রান। ২০১৩ সালে অবশ্য ৫৪৬ রানের দীর্ঘ ইনিংস গড়ে তার রেকর্ড ভেঙে দেন পৃথ্বী শাহ। এবার সেই মুকুটে নতুন পালক জুড়লেন প্রণব ধানওয়াড়ে।
৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি