ও গ্রেট বোলার, দলের সম্পদ : ধোনি
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? শোনার পর কোনও জড়তা নেই। মহেন্দ্র সিং ধোনির সোজা কথা, ‘আমি সব সময়ই বর্তমানে বিশ্বাস করি। ভবিষ্যৎ নিয়ে কোনও উত্তর দেব না। শুধুই অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলবো।’
এভাবেই সাংবাদিক সম্মেলন শুরু করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মার্চ–এপ্রিলে টোয়েন্টি ২০ বিশ্বকাপ। ধোনি বললেন, ‘আগামী সাড়ে তিন মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব এনার্জি সঞ্চয় করে রাখতে হবে।’ অর্থাৎ ধোনি বুঝিয়ে দিলেন, অবসর নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছেন না। পাঁচটি একদিনের আন্তর্জাতিক, তিনটি টোয়েন্টি ২০ ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধোনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া মানেই লড়াকু দল। ওদের বিরুদ্ধে খেললে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। আমাদের দলে কয়েকজন তরুণ ক্রিকেটার আছে, দেখতে হবে ওরা কেমন পারফর্ম করে।’ সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাকে নিয়ে রীতিমতো আপ্লুত ধোনি।
ধোনি বলেন, ‘ও দলের সম্পদ। ওকে সব স্লটেই ব্যবহার করেছি। যখন জোরে বোলাররা ভাল বল করতে পারে না, তখন অশ্বিন আমার কাজটা সহজ করে দেয়। গ্রেট বোলার। ওর ওপর অনেকটাই নির্ভর করি।’ তার পরেই জুড়ে দিয়েছেন, ‘অশ্বিন আমাদের মুখ্য স্পিনার। আমি খুশি জাদেজা ফেরায়। ঘরোয়া ক্রিকেটে অক্ষর প্যাটেলও ভাল খেলেছে।’
হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে, রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থেকে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে মহম্মদ সামির। খুশি হলেও সতর্ক ধোনি, ‘সিমিং কন্ডিশনে সামি খুব ভাল বোলার। কিন্তু দেখতে হবে, ওর ওপর যেন বেশি চাপ না পড়ে। কারণ সামনেই রয়েছে টোয়েন্টি ২০ বিশ্বকাপ।’
মিচেল জনসন অবসর নিয়েছেন। মিচেল স্টার্কের চোট। কিন্তু তাতে কী! অস্ট্রেলিয়ায় খেলা মানেই বিরাট চ্যালেঞ্জ। মত অজিঙ্কা রাহানের। তিনি মনে করেন, আসন্ন সফরে ভারতকে বিপদে ফেলতে অস্ট্রেলিয়ার হাতে আছে জেমস প্যাটিনসনের মতো বোলার। যদিও প্রথম তিনটি একদিনের ম্যাচে অসি দলে নেই প্যাটিনসন।
মঙ্গলবার রাহানে সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলা মানেই চ্যালেঞ্জ। হ্যাঁ, ওরা নিশ্চয়ই মিস করবে জনসন ও স্টার্ককে। কিন্তু ওদের প্যাটিনসনের মতো বোলার আছে। আরও কয়েকজন ভাল বোলার রয়েছে। প্রতিটা বল বুঝে খেলতে হবে। আমাদের প্রথম ফোকাস করতে হবে একদিনের ক্রিকেটের ওপর। পরে ভাবতে হবে টোয়েন্টি ২০ সিরিজ নিয়ে। আমি আশাবাদী, অস্ট্রেলিয়া সফরে আমরা ভাল ফল করতে পারব।’
নিজের খেলা নিয়ে রাহানের মন্তব্য, ‘সব সময় চেষ্টা করি উন্নতি করতে। আমি আত্মবিশ্বাসী। বরাবরই টিমম্যান হিসেবে থেকেছি। ম্যানেজমেন্ট আমার থেকে যেমন চাইবে, চেষ্টা করব সেটা করার। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা ভেবেই প্রস্তুতি নিয়েছি। সব চ্যালেঞ্জের মোকাবিলা করেই আমরা জিতে ফিরতে চাইছি।’ ক্যাঙারুর দেশে ভাল খেলার ব্যাপারে আশাবাদী জোরে বোলার উমেশ যাদবও। বলেছেন, ‘চেষ্টা করব, গতি বাড়াতে। সুইং করাতে। লক্ষ্য থাকবে, লাইন ও লেংথ ঠিক রাখা।’
৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি