রিয়াল কোচ জিদানকে নিয়ে রসিকতার বন্যা
স্পোর্টস ডেস্ক : গুঁতোর স্মৃতি চাইলেই কি তিনি ভুলতে পারবেন? তিনি হয়ত চাইতেই পারেন, বলতেই পারেন, ২০০৬ বিশ্বকাপ ফাইনালে মাতেরাজ্জিকে গুঁতো মারার ঘটনা এখন অতীত৷ কিন্তু তিনি ভুলতে চাইলে কী হবে, লোকে দিলে তো? বেনিতেজকে সরিয়ে তিনি রিয়েল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতেই সোশ্যাল নেটওয়ার্কে শুভেচ্ছাবার্তা উপচে পড়েছে৷ কিন্তু সেই বার্তার ভিড়ে জিনেদিন জিদানকে মনে করিয়ে দেওয়া হল সেই গুঁতো মারার ঘটনাও! চমকে গেলেন?
ভাবছেন, এ কেমন ধারা! আসলে ২০০৬-এর ঘটনার রেশ টেনেই কোনও এক ফুটবল অনুরাগী মজা করে বানিয়েছেন একটি কার্টুন৷ যেখানে বেনিতেজের বুকে গুঁতো মারছেন জিদান! নিচে লেখা, ‘জিদান এভাবেই রাফার থেকে দায়িত্বটা ছিনিয়ে নিয়েছেন’৷ আরেকজন একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে রিয়েলের জার্সি পরে, হাতে কেক নিয়ে বেনিতেজের বাড়িতে হাজির জিদান৷ দরজা খুলে বেনিতেজ বেরোতেই তাকে গুঁতো মেরে ফেলে দেন জিদান৷ তারপর কেক ছুঁড়ে মারেন বেনিতেজের গায়ে! সব মিলিয়ে বেনিতেজের অপসারণ আর জিদানের আগমন নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে এখন রসিকতার বন্যা বইছে৷
৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি
�