শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১, ১১:০১:২৭

ভেলকি দেখালেন মিরাজ, ম্যাচ জয়ের পথে বাংলাদেশ!

ভেলকি দেখালেন মিরাজ, ম্যাচ জয়ের পথে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনটি ছিল বোলারদের।  বিশেষ করে দুই দলের স্পিনারদের দাপোটে বিধ্বস্ত হয়েছেন ব্যাটসম্যানরা।  দিনের ৯০ ওভারের খেলায় ২৩১ রান স্কোরবোর্ডে উঠলেও ১১ উইকেটের পতন দেখল ক্রিকেটপ্রেমীরা।  বোঝাই যাচ্ছে, ক্ষতবিক্ষত স্পিনবান্ধব উইকেট আরও বেশি দুর্বোধ্য হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য।  যে কারণে লাঞ্চ বিরতির পর ঘুর্ণিজাদুর ভেলকি দেখিয়েছেন অফ-ব্রেক বোলার মেহেদী হাসান মিরাজ।  উইন্ডিজ দলের টেলএন্ডারদের টপাটপ আউট করে দেন।

বাংলাদেশ ইনিংসের শুরুতেও জাদু দেখিয়েছেন উইন্ডিজ স্পিনার রাহকিম কর্নওয়াল।  পর পর ২ বলে ফেরান ওপেনার তামিম ও শান্তকে।
এমন কঠিন উইকেটে টিকে থাকাই যেন চ্যালেঞ্জ। বিষয়টির দিকে ইঙ্গিত দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তিনি জানালেন, আর ৩২ রান করলেই ম্যাচ জিতবে বাংলাদেশ।  তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছে বাংলাদেশ, হাতে আছে ৭টি উইকেট। তাইজুল ইসলামের মতে, প্রতিপক্ষকে ২৫০ রানের লিড দিতে পারলেই ম্যাচ জিতে নিতে পারবেন তারা।  শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড।  এই উইকেটে (ম্যাচ জেতার জন্য) ২৫০ রানই যথেষ্ট।’

অবশ্য তাইজুল খুশি হবেন লিড যদি তিনশ পার হয়।  বললেন, ‘প্রথম সেশনে যেমন বল করেছি, তেমন বল করলে কাজটা কঠিন হবে। আমাদের বোলিং ভালো করতে হবে, যেমনটা আমরা পরে করতে পেরেছি। আমার মনে হয় ৩০০–৩৫০ রানের লক্ষ্য দিতে হবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।  ৪৪ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহীম।  ৪৭ বলে ১৮ রানে অপরাজিত তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে