নতুন ষড়যন্ত্র, বাংলাদেশে আদৌ কি হবে না বিশ্বকাপের আসর?
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে না অস্ট্রেলিয়া। শুধু অস্ট্রেলিয়াই নয় বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে বিশ্বকাপের আসর বসাকে কেন্দ্র করে গোটা ক্রিকেট বিশ্বেই চলছে চরম বিতর্ক।
কেউ পক্ষে কেউ বিপক্ষে। এমন মুহূর্তে পরিস্থিতি আরো ঘোলাটে করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর প্রত্যাহার করায় বার্তা দিয়েছে ইংল্যান্ড।
মঙ্গলবার ইংল্যাণ্ড অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি জানিয়ে বার্তা পাঠায় ইংল্যাণ্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তা রেগ ডিকাসন চাচ্ছেন বাংলাদেশ সফর করতে।
ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত হয় হয় ইংল্যান্ড বাংলাদেশের নিরাপত্বা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে। এর পরে সফর নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পত্রিকাটি জানায়, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মত সিদ্ধান্ত নিলে এ বছরের অক্টোবরে কুকদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায় যাবে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়্যারল্যান্ডকে বাংলাদেশ সফরের জন্য ডাক দিয়েছে আইসিসি।
কিন্তু তারাও রয়েছে দ্বিধায়। আর এসব কারণে মাশরাফির দেশে আদৌ কি হবে বা হবে না বিশ্বকাপের আসর? এই প্রশ্নটি মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
৬ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর