হেলিকপ্টারে চড়ে শিশিরের জন্মদিন উদযাপন
স্পোর্টস ডেস্ক: ২০১৫ সাল । এটি শুধু একটি বছর নয়। বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্বপ্নের বছর। বছরটিতে দু’হাত ভরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ক্রিকেট দল। তবে দলটির নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসান হয়তো একটু বেশিই উচ্ছ্বাসিত। তার কারণ বছরটির শেষের দিকে তাদের ঘর আলো করে আসেন নতুন এক মেহামান। এছাড়া বছরটিতে তার দল একের পর এক ম্যাচ জয় পায়। বছর শেষ বিপিএল ম্যাচ তো রয়েছে। এককথায় একটি ব্যস্ত সময় পার করেছে সাকিবরা।
বছর শেষে বিসিবি থেকে ছুটি পেয়ে বর্তমানে প্রিয়তমা স্ত্রী ও রাজকন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় স্ত্রী শিশিরের জন্মদিনে শরিক হতে পারেনি সাকিব। তাই যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে সময়টাকে দারুণ কাজে লাগিয়েছেন । হেলিকপ্টারে চড়ে শিশিরের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখলেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
বিষয়টি নিশ্চিত হওয়া যায় শিশিরের ফেসবুক পেইজ থেকে।
প্রসঙ্গত, জাতীয় দলের সবাই বিসিবি ক্যাম্পে অবস্থান করলেও সাকিবের ছুটি ৯ তারিখ পর্যন্ত।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর