মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৩০:১৭

ভারতকে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

ভারতকে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে জেমস অ্যান্ডারসনের গতির সামনে সব পরিকল্পনা ভেস্তে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের। চতুর্থ ইনিংসে ৪২০ রানের বিশাল টার্গেট তাড়া করে ঘরের মাঠেই ভারত হারে ২২৭ রানে। এই ম্যাচে রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন।

সদ্য শেষ হওয়া টেস্টে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে বয়স ৩০ পেরোনোর পর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যান্ডারসন। এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন টেস্টে ৩০ বা তার বেশি বয়স্ক পেসার হিসেবে ৩৪৩ উইকেট শিকার করেছেন। 

ক্যারিয়ারের এই অধ্যায়ে ওয়ালশ নিয়েছিলেন ৩৪১ উইকেট। তার লেগেছিল ১৪৭ ইনিংস, অ্যান্ডারসনের খেলেন ১৬৪ ইনিংস। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার গ্লেন ম্যাকগ্রাকে (৫৬৩) অনেক আগেই ছাড়িয়ে গেছেন জেমস অ্যান্ডারসন (৬১১)। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট যে সিরিজের ওপর নির্ভর করছে সেই গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে হেরে দুশ্চিন্তায় পড়েছে ভারত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে