সবার সেরা মেসি
স্পোর্টস ডেস্ক: নিজেকে একের পর এক প্রমাণ দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার পায়ের কারিশমাতে মুগ্ধ ফুটবল বিশ্ব। গেল বছরটা দারুণ ছন্দে ছিলেন বার্সার এই প্রাণ ভোমরা। নতুন বছরেও তা ধরে রেখেছেন তিনি।
তারই প্রমাণস্বরুপ ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের পাঠকদের ভোটে আক্রমণভাগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা।
গোলের পাঠকদের সরাসরি ভোটে ২০১৫-১৬ মৌসুমে একাদশ নির্বাচন করা হয়েছে, সেখানেই ডানদিকের আক্রমণভাগের সেরা হয়েছেন মেসি। গত বছর অসাধারণ পারফরম্যান্স করেছেন মেসি। বার্সার হয়ে জিতেছেন ৫টি শিরোপাও। সেইসঙ্গে আগামী সপ্তাহেই ঘোষণা হতে যাওয়া ফিফা ব্যালন ডি’অরের দৌড়েও এগিয়ে রয়েছেন এলএম টেন।
এই জরিপে ডানদিকের আক্রমণভাগের সেরা ফুটবলার হিসেবে বার্সা তারকা মেসি শতকরা ভোট পেয়েছেন ৪১ শতাংশ। সংখ্যায় যে ভোটের পরিমাণ ৬ হাজার ৩৫৯টি। আর দ্বিতীয় স্থানে থাকা লেস্টারসিটির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ ভোট পেয়েছেন শতকরা ২৫ শতাংশ। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে খেলা থমাস মুলার পেয়েছেন শতকরা ১২ ভাগ ভোট। জার্মানির এ তারকা ফুটবলার রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। সূত্র : গোল.কম
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর