বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১০:৪১:০৮

টাইগারদের দল সাজানোর অজানা রহস্য, কেন নাসির-রুবেল বাদ?

টাইগারদের দল সাজানোর অজানা রহস্য, কেন নাসির-রুবেল বাদ?

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করে। বেশ পরিবর্তন আসে স্কোয়াডে। রুবেল ও নাসির হোসেনের মত ক্রিকেটারকে দলের বাইরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের মাধ্যমে নিজেদের যতটা মেলে ধরেছেন তাইজুল ও যুবায়ের তার চেয়ে বেশি উজ্জ্বল ছিলেন আল-আমিন ও আরাফাত সানি। বরিশাল বুলসের হয়ে শুরুটা দারুণ করেন আল আমিন। ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর ছিলেন সানিও। ভালো খেলার পুরস্কার পেলেন এর আগে দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটার। একইভাবে জাতীয় দলে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন শুভাগত হোমও। প্রথমবারের মত বিপিএল খেলে রনি যে পারফর্ম দেখিছে সেটা জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট। অন্যদিকে জাতীয় লিগ ও অন্যান্য ঘরোয়া ক্রিকেটে ভালো করায় জাতীয় টিমে পরখ করে দেখা হবে নুরুল ইসলামকে। রুবেল অসুস্থতার কারণেই জাতীয় দলের বাইরে। নাসির হোসেনকে নিয়ে যতটা হাঁক ডাক দেয়া হয় সার্বিক বিবেচনায় সাফল্য ততটা নয়। এ কারণে দূরে রাখা হয়েছে নাসিরকে। মূলতঃ নুরুলই দখলে নিয়েছেন নাসিরের আসন। নুরুলকে দলে টিকতে হলে নাসিরের চেয়ে সেরা অলরাউন্ড দাপট দেখাতে হবে। ইমরুল ছিলেন বাদ পড়াদের তালিকায়। বিপিএলের ফর্ম জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বানিয়েছে তাকে। দলের মূল স্তম্ব হিসাবে রয়েছেন, মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। দলে আগত নতুন ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান চেয়ার দখল করে আছেন তার নিজের যোগ্যতায়। সৌম্য সরকার ইদানিং যেমনটা খেলেছেন তাতে জাতীয় দলে টিকে থাকার যোগ্য নন তিনি। নাসির হোসেনের পরিণতি হওয়ার কথা ছিল সৌম্য সরকারেরও। তবে ঘরের মাঠে জাতীয় দলে এর আগে ভালো খেলেছেন তিনি। এ দলে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। এরপরেও আগের সাফল্যর কারণেই দলে সুযোগ পান তিনি। ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাশরাফিরা। এই ফরমেটের সাফল্য ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। এখানের উজ্জ্বল ক্রিকেট এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার জন্য সহায়ক হয়ে থাকবে। ৬ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে