নতুন তারকার উঁকি, মুস্তাফিজের বিশ্বরেকর্ডের আশপাশেও নেই কেউ
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান নিজের অভিষেক হওয়ার ম্যাচেই গড়েন বিশ্বরেকর্ড। বিশ্বের অন্য কোনো ব্যাটসম্যান যেটা করতে পারেননি মুস্তাফিজুর রহমান করেছেন সেটা।
মুস্তাফিজুর রহমানের রেকর্ডে ভাগ বসানোর জন্য উঁকি দেয় নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। কিন্তু বিস্তারিত চিত্রে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আশপাশেও নেই অন্য কোনো ক্রিকেটার।
দ্বিপাক্ষীয় ওয়ানডে ম্যাচের সিরিজে ৩ ম্যাচে বোলিং করে সর্বোচ্চ ১৩ টি উইকেট শিকারের রেকর্ডটার মালিক বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস।
হ্যারিস অবশ্য ১৭৯ বলে রান দিয়েছেন ১০৬। অন্যদিকে তার চেয়ে ৩ বল কম করে মুস্তাফিজ রান দিয়েছেন মাত্র ৫০। নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি শ্রীলঙ্কার বিপক্ষে বল করে উঠে এসেছেন ১৩ টি উইকেট শিকারের টেবিলে।
চার ম্যাচের ৩ ইনিংসে বল করে ১৩ টি উইকেট শিকার করেছেন তিনি। হেনরি ছুড়েছেন ১৭৮ টি বল। রান দিয়েছেন ১২২। রান দেয়ার দিক থেকে অন্যরা মুস্তাফিজের অনেক দূরত্বে রয়েছেন।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর