ইউরোপিয়ান খেলোয়াড়ের মেয়ের নাম যখন এশিয়া!
স্পোর্টস ডেস্ক: জাভিয়ের হার্নান্দেজ। শৈশবটা কেটেছে ক্লাব বার্সায়। জাভিই প্রথম খেলোয়াড় যিনি বার্সেলোনার হয়ে ১৫০টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছেন। তিনি বার্সেলোনার হয়ে ৭০০'রও বেশি খেলায় মাঠে নেমেছেন। বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার তার মেয়ের নাম রাখলেন এশিয়া!
সবার মনে প্রশ্ন এশিয়া মহাদেশের নামানুসারে জাবি কেন তার মেয়ের নাম রাখলেন?
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে জাভি এখন খেলছেন এশিয়ার ক্লাব আল সাদে। ইউরোপ ছেড়ে এশিয়ার কাতারে খেলেন বলেই এই সিদ্ধান্ত জাভির।
সূত্র : ওয়েবসাইট
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর