নয় বছর পর খুলনায় আন্তর্জাতিক টি-টোয়ান্টি ম্যাচ
স্পোর্টস ডেস্ক: আগে থেকেই নির্ধারিত ছিলো বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার টি২০ সিরিজটি সিলেটে হবে। কিন্তু হঠাৎ বিসিবির সূচীতে জানা গেল সিলেট নয়, দু’দেশের মধ্যকার ম্যাচগুলো হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
জানুয়ারির ১৫, ১৭, ২০ ও ২২ তারিখে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এ জন্যে আগামী ১১ জানুয়ারি ঢাকা পা রাখবে এল্টন চিগাম্বুরার দলটি। ১৩ দিনের সফর শেষ হবে ২৩ জানুয়ারি।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর